বাড়িতে বসে Online Course শিখে আয় করুন, Online Earning at Home, in Bengali

 বাড়িতে বসেই Online Course শিখে, আয় করুন


দীর্ঘদিন ধরে অতিমারির (Pandemic) এর কারণে মানুষ ঘরে বসতে বাধ্য হয়েছে। তবে বেশিরভাগ মানুষ চাইছে এই সময়কে কোন উৎপাদন মূলক বা Productive কাজে লাগাতে। সুতরাং আজ আমি কিছু অনলাইন কোর্স (Online Course) এর কথা Share করব, যেগুলি শিখতে পারলে, যেমন সময়কে কাজে লাগানো যাবে, তেমনি একটি নতুন skill শিখে নিজের যোগ্যতাকে আরো উন্নত করা যাবে।

নিজেকে আরও Productive করে তুলতে এগুলি বিশেষভাবে সাহায্য করবে। আরো একটি bonus point হল যে, আপনি এই কাজগুলি অন্যকে শিখিয়ে বা Online কাজ করে আয়ও করতে পারবেন বাড়িতে বসেই। 

Time management, Personality development ও Income তিনটি মিলে আপনার জীবনে কিছু না কিছু ভালো পরিবর্তন অবশ্যই আনবে। সেটিও আবার ঘরে বসে! শেখার জন্য কোথাও যেতে লাগবে না। 

অবশ্যই আপনি আপনার রুচি অনুযায়ী Course বেছে নেবেন।সময়কে পরিপূর্ণভাবে কাজে লাগাবার জন্য একের অধিক কোর্স একসাথে করতে পারবেন।

তাহলে আসুন! জেনে নেওয়া যাক Online Course গুলিকে। –

1. Cake Baking Course (কেক তৈরির কোর্স)

আপনি কি Cake lover? Cake খেতে খুব ভালবাসেন? উত্তর যদি হ্যাঁ হয়! তাহলে এই Course টি আপনি খুশি খুশি শিখতে পারেন অল্প খরচে। আপনার পছন্দের Flavour এর cake বানিয়ে আপনি নিজেকে উপহার দিতে পারবেন। তারপর আপনি যদি আপনার পরিবারের অন্যান্য সদস্য ও আত্মীয়-স্বজনদের মুগ্ধ করতে চান, তাহলে,তাদের জন্য কেক বানাতে পারবেন।  আপনি এই Course টি পূর্ণ করার পর কেক বানিয়ে আয়ও করতে পারবেন বাড়ি থেকেই।

কাদের জন্য উপযুক্ত এই Course টি? ঃ 

  • যেকোনো বয়সের ছেলে-মেয়ে , Student, 
  • মা, গৃহিণী,
  •  Cake  ব্যবসায় ইচ্ছুক ব্যক্তি,
  •  Baking যাদের Hobby… তারা সকলেই এই Course টি শিখতে পারবেন।

কোর্স ঃ পুরোপুরি Online mode এ করা যাবে এবং নিজের সময়মতো।

কোথায় শিখতে পারবেন? 

2. Language Learning Course (নতুন ভাষা শেখা)


আপনি যদি নতুন ভাষা শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনি শিখে নিতে পারেন নতুন একটি ভাষা। শিখে আপনি অনলাইনে কিংবা অফলাইনে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। তবে ভাষা শেখার ক্ষেত্রে নিজের পছন্দ এর কিংবা খুব বেশি প্রচলিত ভাষাগুলি শেখাটা আপনার জন্য উত্তম হবে। ইংলিশ ভাষার চাহিদা তো আপনি জানেনই, এছাড়াও Spanish, French, Germany ভাষাগুলির চাহিদাও অনলাইনে দিন দিন বেড়ে চলেছে।
কাদের জন্য এই কোর্সটি? :  
  • কর্মরত যে কোনো ব্যক্তি, 
  • নতুন ভাষা শেখার আগ্রহী ব্যক্তি
  • student, teacher, ব্যবসায়ী থেকে শুরু করে সমস্ত বর্গের মানুষ এটি শিখে লাভবান হতে পারে।
সময়: সকলের নিজস্ব সময় লাগে। তবে একটি ভাষা শিখতে ছয় থেকে বারো মাস সময় লাগতে পারে।
কি কি কাজ করতে পারবেন? 
  • নতুন একটি ভাষা শিখে আপনি সেই ভাষা অন্যকে শেখাতে পারবেন, 
  • Freelancing সাইটে Freelancer হিসেবে, 
  • Translator,
  • Copyrighter, 
  • Content writer হিসেবে কাজ করতে পারবেন।
কোথায় শিখতে পারবেন?
এই App গুলি থেকে – 
  • Duolingo – বিভিন্ন ভাষা শেখার জন্য।
  • Knudge.me – ইংরাজী ভাষাকে আরও ভালভাবে শেখার জন্য।
  • Memrise – বিভিন্ন ভাষা শেখার জন্য।
  • Cake – এক ভাষা থেকে অন্য আরেক ভাষা শেখার জন্য। যেমন – বাংলা থেকে ইংরাজী।
  • Cambly – ইংরাজী practice করার জন্য।
  • italki – বিভিন্ন ভাষা শেখার জন্য।

3.  Power Point Explainer Video Making Course:

বর্তমানে যে সমস্ত digital skill গুলোর প্রচলন বেড়েছে তাদের মধ্যে এটি অন্যতম। যে কোনো রকমের education motivational video তৈরি করতে গিয়ে সেটিকে unique করার জন্য ব্যবহার করা হচ্ছে Animation character এর Explainer video। এই ধরনের Video দেখার জন্য আপনি ইউটিউব চ্যানেল “SeeKen” দেখতে পারেন। এই ধরনের ভিডিও মানুষের সামনে কোন বিষয়টি স্পষ্ট ভাবে তুলে ধরতে খুবই সহজ ও কার্যকরী। এককালীন খরচ করে আপনি আপনার সময় মত যে কোন সময়ে শিখতে পারেন। এটি শিখে আপনি ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার হয়ে বাড়ি থেকে কাজ করতে পারবেন। আপনি এটিতে এক্সপার্ট হয়ে গেলে এক মিনিটে ভিডিওতে হাজার টাকা আয় করতে পারেন। দেখা গেছে, Fiverr freelancing site এ, expert রা মিনিটে কয়েক হাজার টাকা দাবী করেন।
কাদের জন্য কোর্সটি? 
  • যাদের কোন টেকনিক্যাল নলেজ নেই,
  •  যাদের টেকনিক্যাল knowledge সামান্য আছে
  • যে কোন বয়সের ছেলে-মেয়ে যারা online এ কাজ করতে চাই 
  •  Student, online এ যাদের ক্যারিয়ার তৈরি করার ইচ্ছে আছে                                                                                                                                             এরকম যে কেউ এই কোর্সটি শিখতে পারে।
সময় ঃ আপনার ইচ্ছে মত সময় লাগিয়ে শিখে নিতে পারেন।তবে মোটামুটি শিখতে দুই-তিন মাস লাগতে পারে।
কি কি কাজ করতে পারবেন? 

ফ্রিল্যান্সিং সাইটে এই ধরনের Video Maker এর চাহিদা খুব বেশি।একজন Freelancer, Youtuber হিসেবে কাজ করতে পারেন কিংবা আপনি অন্যকে শেখাতে পারেন।
কোথায় শিখতে পারবেন?
এই  Explainer video maker in PowerPoint and keynote ওয়েবসাইট থেকে শিখতে পারেন। বিশদ জানতে Learn more… এ ক্লিক করুন। 

4. Paid online writing jobs (ঘরে বসে লেখার কাজ)


এরকম কাজের বিজ্ঞাপন আপনি অনেক জায়গাতেই দেখে থাকবেন এবং ভয়ে এড়িয়ে গেছেন। তবে সেগুলি থেকে  এই কাজটি genuine এবং নিশ্চিন্তে কাজ করতে পারেন। এখানে আপনাকে কাজ শিখিয়ে কাজ দেওয়া হবে। অনলাইনে যেহেতু আপনার সাইন আপ করার মাধ্যমে কাজটি সংঘটিত হবে তাই এখানে ভয়ের কোনো বিষয় নেই। এই কাজে ভারত থেকে ওয়ার্কার এর বিশেষ চাহিদা রয়েছে তাই নিশ্চিন্তে ওয়েবসাইটে গিয়ে একবার দেখে নিন কি ধরনের কাজ রয়েছে এবং কোন ধরণের কাজ আপনি করতে পারবেন। তবে কাজ যেহেতু শিখবেন, তাই বিনামূল্যে নয় কিছু অর্থ দিতে হবে। তবে সেটি খুব সামান্য। এরপর আপনি ঘণ্টাপ্রতি কাজ করতে পারেন।
কাদের জন্য কোর্সটি? 
  • কর্মরত যে কোনো ব্যক্তি, 
  • নতুন ভাষা শেখার আগ্রহী ব্যক্তি
  • student, teacher, ব্যবসায়ী থেকে শুরু করে সমস্ত বর্গের মানুষ এটি শিখে লাভবান হতে পারে।
কি কি কাজ করতে পারবেন? 

বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং কাজ করতে পারেন কিংবা এই Site টি তেই কাজ করতে পারবেন।
সময় ঃ  কাজ আনু্যায়ী সময় নির্ধারিত হবে।

কোথায় শিখতে পারবেন?

আপনি  Paid online writing jobs এই ওয়েবসাইট থেকেই কাজ করতে পারবেন।

 5. Affiliate marketing course বা অন্যের জিনিসকে প্রচার করা।


অনলাইনে বর্তমানে অ্যাফিলিয়েট মার্কেটার এর সংখ্যা খুব বেশি এবং তারা লক্ষ লক্ষ টাকা অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয়ের করে থাকে। অনলাইনে ইউটিউবার ছাড়া যাদের আপনি সবথেকে বেশি আয় করতে দেখতে পাচ্ছেন তারা হলেন অ্যাফিলিয়েট মার্কেটার। এটিতে অন্য কারো জিনিস বা প্রোডাক্ট আপনি প্রচার করবেন তার জন্য আপনি একটি কমিশন পাবেন। অনলাইনে যদি আয় করার কথা ভেবে থাকেন তাহলে প্রথমেই  এই স্টেপটি ট্রাই করুন। এর উজ্জল ভবিষ্যতে আপনিও একজন সফল ব্যক্তি হতে পারবেন। ভালোভাবে শিখুন এবং আয় করুন।

এটি একটি সম্পূর্ণ অনলাইনের কাজ, যেটি আপনি ঘরে বসে করতে পারবেন। বাইরে কোথাও ঘুরে কাজ করার প্রয়োজন নেই। এতে ভবিষ্যতে কাজের সুযোগ অনেকখানি কারণ বর্তমানে আমরা অনলাইন শপিং এর প্রতি অভ্যস্ত এবং এটি চলবে । ভালোভাবে শিখতে পারলে আপনি আকর্ষণীয় মূল্যে কমিশন পেয়ে সফল অ্যাফিলিয়েট মার্কেটার হতে পারবেন।

কাদের জন্য কোর্সটি? 

  • কর্মরত যে কোনো ব্যক্তি, 
  • বাড়ি থেকে কাজ করার আগ্রহী ব্যক্তি
  • student, teacher, ব্যবসায়ী থেকে শুরু করে সমস্ত বর্গের মানুষ এটি শিখে লাভবান হতে পারে।

সময় ঃ শিখতে মাত্র  কয়েকদিন সময় লাগবে। কাজ শুরু করলেই, আয় করতে পারবেন।

কি কি কাজ করতে পারবেন? 

ফ্রিল্যান্সিং সাইটে এই ধরনের Video Maker এর চাহিদা খুব বেশি।একজন Freelancer, Youtuber হিসেবে কাজ করতে পারেন কিংবা আপনি অন্যকে শেখাতে পারেন।
কোথায় শিখতে পারবেন?
আপনি  Affiliate marketing Course এই website থেকে শিখতে পারেন।
                    এরকম আরও বিষয় জানার জন্য এই সাইটটির সঙ্গে থাকবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top