Model Activity Task Class 6 Geography Part- 6 September 2021 WBBSE PDF

Model Activity Task Class 6 Geography Part- 6  September 2021 WBBSE PDF

সকলকে ‘বেঙ্গল স্কুল গাইড’ ওয়েবসাইটে স্বাগত জানাই। এখানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ( West Bengal Board of Secondary Education ) দেওয়া ভূগোল বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন-উত্তর আলোচনা করা হয়। এখানে 2020, 2021 সালের ভূগোলের সমস্ত ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক – এর প্রশ্ন-উত্তর আলোচনা করা হয়েছে।
এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে পর্ষদের দেওয়া  2021 সালের September মাসের class 6 এর Model Activity Task Part 3 (ভূগোলের part 6) এর সমস্ত প্রশ্ন-উত্তর। 

West Bengal Board of Secondary Education

MODEL ACTIVITY TASK

2021 (September)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক
GEOGRAPHY

(পরিবেশ ও ভূগোল)

CLASS 6

Part 3/ Part 6

👉 প্রশ্নপত্র:  প্রশ্নপত্রটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) Official website থেকেও PDF আকারে download করতে পারো।PDF DOWNLOAD STEPS: Home > DIGITAL CONTENTS > Students’ Corner >2021 Activity Task III (Sept)]
 এখানে প্রশ্নপত্রটি ছবি আকারে দেওয়া হল।

👉 নিচে প্রশ্নের উত্তর গুলো আলোচনা করা হলো।

১. বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ :

১.১ উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝে অবস্থিত মহাসাগরটি হল – 

ক) প্রশান্ত মহাসাগর

খ) আটলান্টিক মহাসাগর

গ) ভারত মহাসাগর

ঘ) সুমেরু মহাসাগর

উত্তর – খ) আটলান্টিক মহাসাগর

১.২ পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি – 

ক) উষ্ণ – আর্দ্র

খ) শীতল – আর্দ্র

গ) শীতল – শুষ্ক

ঘ) উষ্ণ – শুষ্ক

উত্তর – ক) উষ্ণ – আর্দ্র

১.৩ ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হল –

ক) কাবেরী

খ) গোদাবরী

গ) নর্মদা

ঘ) মহানদী

উত্তর – গ) নর্মদা




২. স্তম্ভ মেলাও :

উত্তর – 

৩. সংক্ষিপ্ত উত্তর দাও:

 ৩.১ বিকিরণ পদ্ধতিতে কিভাবে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয়?

উত্তর : সূর্যের আলো ও তাপ এর 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়। সূর্য থেকে আসা এই আলো ও তাপ কে বলা হয় “Insolation” বা আগত সৌর বিকিরণ। পৃথিবীর বায়ুমণ্ডল এই সূর্যকিরণের দ্বারা সরাসরি ভাবে উত্তপ্ত হয় না। সূর্য থেকে আলোর তরঙ্গ বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে এসে পড়ে। সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে আগত তাপ শক্তি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। আগত সৌর বিকিরণকে 100% ধরলে তার মাত্র 51% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। একে বলে “কার্যকরী সৌর বিকিরণ”। এই ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু পরিচলন পদ্ধতিতে উত্তপ্ত হয় এবং বায়ুমন্ডলকে উত্তপ্ত করে।

৩.২ বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে?

উত্তর : পৃথিবীর দক্ষিণ মেরুতে শীতলতম আন্টাকর্টিকা ( Antarctica ) মহাদেশ অবস্থিত। এই মহাদেশটি সারা বছর বরফে ঢাকা থাকে। চির তুষারাবৃত এই মহাদেশের আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ সারা পৃথিবীর জলবায়ুর ভারসাম্য রক্ষা করে।

বিশ্ব উষ্ণায়নের কারণে বায়ুমণ্ডলের তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। গবেষণা করে দেখা গেছে, বিগত 100 বছরের পৃথিবীর তাপমাত্রা 0.5°C বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, আন্টাকর্টিকা মহাদেশের তাপমাত্রা হয়ে দাঁড়িয়েছে 18.3° সেন্টিগ্রেড। 1961 সাল থেকে বর্তমান সময় অব্দি এটি সেখানকার  সর্বোচ্চচ তাপমাত্রা ।

তাপমাত্রা বৃদ্ধির কারণে ক্রমাগত প্রতিদিন একটু একটু করে অ্যান্টার্কটিকার বরফ গলে যাচ্ছে। তার সাথে মহাদেশের আয়তনও কমে যাচ্ছে। বিশেষজ্ঞের মতে, আগের হাজার টন এর তুলনায় এখন হাজার কোটি টন বরফ গলতে শুরু করেছে। এর ফলে আন্টার্কটিকার জীবজগৎ ধ্বংস হচ্ছে। এখানকার স্থায়ী বাসিন্দা পেঙ্গুইনের সাথে সাথে ক্রিল ( krill ), সিল ( seals ) এর সংখ্যা দ্রুত কমছে এবং এখানকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে।

৪. অরণ্য সংরক্ষণ করা কেন প্রয়োজন বলে তুমি মনে করো?

উত্তর : জীবজগৎ ও প্রাকৃতিক পরিবেশের অস্তিত্ব রক্ষায় অরণ্যের ভূমিকা অসীম। অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা বোঝার জন্য প্রাকৃতিক ও মানবিক পরিবেশে অরণ্যের গুরুত্ব জানা জরুরী। বর্তমানে ভারতের মোট ভৌগোলিক আয়তন এর মাত্র 19.47% স্থানে অরণ্য রয়েছে। অথচ পরিবেশ বিজ্ঞানীদের মতে, দেশে অন্তত এক-তৃতীয়াংশ ভাগ অরন্য থাকা প্রয়োজন।

গুরুত্ব : 

i) অরণ্য বাতাসের কার্বন-ডাইঅক্সাইড শোষণ করে ও বাতাসে অক্সিজেনের যোগান দেয়।

ii) অরণ্য বায়ুমন্ডলে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে।

iii) অরণ্য পরিবেশের বন্যা ও খরা নিয়ন্ত্রণ করে।

iv) অরণ্য থেকে মধু, মোম, রজন, আঠা পাওয়া যায়।

v) অরণ্য মৃত্তিকা ক্ষয় প্রতিরোধে সাহায্য করে।

vi) অরণ্য বন্য প্রাণীর আবাসস্থল হিসেবে আশ্রয় প্রদান করে।

vii) অরণ্য কাষ্ঠ শিল্প ও কাগজ শিল্পের প্রধান কাঁচামাল সরবরাহ করে।

viii) অরণ্য বাস্তুতন্ত্র ও জীব বৈচিত্রের ভারসাম্য বজায় রাখে।

ix) অরণ্য মরুভূমির প্রসার রোধ করতে সাহায্য করে।

x) অরণ্য পৃথিবীর বায়ুমণ্ডল ও আবহাওয়ার ভারসাম্য রক্ষা করে।

RELATED POST :

2021 September Part 6

Model Activity Task Class 8 Geography Part- 6 September 2021 WBBSE

Model Activity Task Class 9 Geography Part- 6 September 2021 WBBSE

Model Activity Task Class 10 Geography Part- 6 September 2021 WBBSE

2021 August Part 5

Model Activity Task Class 6 Geography Part- 5 August 2021 WBBSE

Model Activity Task Class 7 Geography Part- 5 August 2021 WBBSE

Model Activity Task Class 8 Geography Part- 5 August 2021 WBBSE

Model Activity Task Class 9 Geography Part- 5 August 2021 WBBSE

2021 July Part 4

Model Activity Task Class 6 Geography Part- 4 July 2021 WBBSE

Model Activity Task Class 7 Geography Part- 4 July 2021 WBBSE

Model Activity Task Class 8 Geography Part- 4 July 2021 WBBSE

Model Activity Task Class 9 Geography Part- 4 July 2021 WBBSE

Model Activity Task Class 10 Geography Part- 4 July 2021 WBBSE

2020 part 3

Model Activity Task Class 8 Geography Part- 3 2020 WBBSE

2020 part 2

Model Activity Task Class 8 Geography Part- 2 2020 WBBSE

2020 part 1

Model Activity Task Class 8 Geography Part- 1 2020 WBBSE

👉 পোষ্টটি সম্পর্কে কোন প্রশ্ন বা মতামত থাকলে তাও পোস্টের কমেন্ট বক্সে জানাতে পারো।

👉 ভূগোলের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অন্য যেকোনো প্রশ্নের উত্তর জানার থাকলে e-mail করতে পারো bengalschoolguide@gmail.com এই e-mail ID তে কিংবা কমেন্ট বক্সে জানাতে পারো। প্রয়োজন হলে সেই প্রশ্নের উপর পোস্ট তৈরী করে দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top