MODEL ACTIVITY TASK
2021 July
মডেল অ্যাকটিভিটি টাস্ক
GEOGRAPHY
(পরিবেশ ও ভূগোল)
CLASS-7
Part 1
Model activity task class 7 part 1 geography 2021 July question
প্রশ্নপত্র :
Model activity task class 7 Part 1 geography solved 2021 July
উত্তর:
১.১ সূর্যের উত্তরায়নের সময়কাল – (গ) ২২শে ডিসেম্বর থেকে ২১ শে জুন।
১.২ কোন মানচিত্রে সমচাপ রেখা গুলি খুব কাছাকাছি অবস্থান করলে সেখানে – (ঘ) বায়ুর চাপের পার্থক্য কম হয়।
১.৩ টোকিও-ইয়াকোহামা শিল্পাঞ্চলের উন্নতির অন্যতম প্রধান কারণ হলো – (গ) উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রম।
২.১ নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার পরিধি ক্রমশ কমতে থাকে।
২.২ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে বায়ুর চাপ হ্রাস পায়।
২.৩ এশিয়া মহাদেশের একটি উত্তর বাহিনী নদী হলো ওব।
৩.১ কোন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয় ও কেন?
উত্তর:
- ২১ শে জুনকে “কর্কট সংক্রান্তি” বলা হয়।
- বলার কারণ: ২১ শে জুন পৃথিবী নিজের কক্ষপথে এমন একটা জায়গায় আছে যে উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখার (২৩½° উত্তর অক্ষরেখা) ওপর লম্বভাবে সূর্যরশ্মি পড়ে। এই দিন উত্তর গোলার্ধের দিন সব থেকে বড় আর দক্ষিণ গোলার্ধে সবথেকে ছোট হয়। সুমেরুবৃত্তে 24 ঘন্টায় সূর্যকে দেখা যায় আর কুমেরু বৃত্তে 24 ঘন্টায় অন্ধকার থাকে।
Model activity task class 7 Part 1 geography solved 2021 July
৩.২ মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলের বায়ুর উষ্ণতার তারতম্য কিভাবে দুই অঞ্চলের বায়ুচাপকে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো।
উত্তর:
বায়ুর উষ্ণতার পরিবর্তন হলে বায়ুর আয়তন, ঘনত্বের পরিবর্তন হয়। যেমন – বায়ু উত্তপ্ত হলে বায়ুর অনুগুলির গতিবেগ বৃদ্ধি পায় এবং পরস্পর থেকে দূরে সরে যেতে থাকে। এভাবে উষ্ণ বায়ু হালকা হয়ে প্রসারিত হয় এবং উপরে উঠে যায়। বায়ুর ঘনত্ব কমে যায়। অর্থাৎ নির্দিষ্ট আয়তনের বায়ুতে অনুর সংখ্যাও কমে যায় এবং বায়ুচাপ কমে যায়। বায়ু শীতল হলে সংকুচিত হয় এবং বায়ুর ঘনত্ব বেড়ে যায়। তাই বায়ুর চাপও বেড়ে যায়।এ কারণেই শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশী এবং উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয়।
৪. এশিয়া মহাদেশের নিরক্ষীয় ও উষ্ণ মরু জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের চরিত্রকে কিভাবে প্রভাবিত করে তা আলোচনা করো।
উত্তর:
এশিয়া মহাদেশের নিরক্ষীয় জলবায়ুর স্বাভাবিক উদ্ভিদের উপর প্রভাব:
- নিরক্ষীয় জলবায়ু অঞ্চল: নিরক্ষরেখার কাছাকাছি 10 ° উত্তর অক্ষরেখা থেকে 10 ° দক্ষিণ অক্ষরেখার মধ্যে এশিয়া মহাদেশের ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর প্রভৃতি দেশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়।
- নিরক্ষীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য:
- নিরক্ষরেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় সারাবছর অধিক উষ্ণতা থাকে।
- এই অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা 25 ° থেকে 30 ° সেন্টিগ্রেড থাকে।
- প্রতিদিন বিকেলে পরিচলন বৃষ্টিপাত হয় এই অঞ্চলে। এখানকার বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেমি.।
- স্বাভাবিক উদ্ভিদের উপর প্রভাব: নিরক্ষীয় অঞ্চলে বেশি উষ্ণতা ও বেশি বৃষ্টিপাত এর জন্য ঘন চিরহরিৎ বা চিরসবুজ গাছ দেখা যায়। যেমন – মেহগনি, রোজউড, আয়রন উড, সেগুন, রবার,সিঙ্কোনা ইত্যাদি উদ্ভিদ।
এশিয়া মহাদেশের উষ্ণ মরু জলবায়ুর স্বাভাবিক উদ্ভিদের উপর প্রভাব:
- উষ্ণ মরু জলবায়ু অঞ্চল: এশিয়া মহাদেশের অন্তর্গত আরবের মরুভূমি, ভারত ও পাকিস্তানের থর মরুভূমি, ইরাক, ইরান, কুয়েত এইসব দেশগুলোর উষ্ণতা খুব বেশি ও বৃষ্টিপাত খুব কম। তাই এখানে উষ্ণ মরু প্রকৃতির চরমভাবাপন্ন জলবায়ু দেখা যায়।
- উষ্ণ মরু জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য:
- এই অঞ্চলে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে 30 ° থেকে 35 ° সে.।
- শীতকালে উষ্ণতা থাকে 15 ° থেকে 25° সে.।
- এখানে বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 10 থেকে 25 সেমি.।
- এশিয়া মহাদেশের উষ্ণতম স্থান পাকিস্তানের জেকোবাবাদ ( উষ্ণতা 52° সে.) এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত।
- স্বাভাবিক উদ্ভিদের উপর প্রভাব: এই মরুভূমি অঞ্চলে সাধারণত কাঁটা জাতীয় গাছ জন্মায় ।যেমন – বাবলা, ফনিমনসা, খেজুর ইত্যাদি। বৃষ্টিপাত কম হওয়ার জন্য গাছগুলির কাণ্ড ও পাতায় মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে যাতে প্রস্বেদন প্রক্রিয়ায় গাছের জল বেরিয়ে না যায়।
Model activity task class 7 Part 1 geography solved 2021 July