WBBSE Class 6 Geography 2021 Chapter 1 Part 3/3 AKASH BHORA SURJO TARA

 

আকাশ ভরা সূর্য তারা

WBBSE GEOGRAPHY CLASS VI CHAPTER 1 PART 3/3

(WEST BENGAL BOARD OF SECONDARY EDUCATION)
এই অংশটি ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের – তৃতীয় অংশ। প্রথম অংশের জন্য দেখতে পারো – ষষ্ঠ শ্রেণী-প্রথম অংশ , ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় অংশএই লিংকটিতে।
এই অংশে জানব, গ্রহ (PLANET) ছাড়াও সৌরজগতের বিভিন্ন সদস্য সম্পর্কে তথ্য।


🌏 গ্রহানুপুঞ্জ (Asteroids) :
  • গ্রহের মতোই ছোটো ছোটো গ্রহানু নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরে, এদেরকে গ্রহানুপুঞ্জ বলে।
  • মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝখানে প্রায় ৪০০০০ গ্রহানুপুঞ্জ রয়েছে।
  • সৌরজগতের বৃহত্তম গ্রহানুপুঞ্জ – ‘সেরেস’ (Ceres)। যার পরিধি ৯৩৯ কিমি.। 

🌏 ধুমকেতু (Comets) :
  • এটি এক ধরনের উজ্জল জ্যোতিষ্ক, যার শেষভাগ ঝাঁটার মত দেখতে হয়।
  • এটি ধুলো, গ্যাস, শিলা দ্বারা গঠিত।
  • সূর্যের কাছাকাছি এলে এগুলি জ্বলতে থাকে বলে ঝাঁটার মত মনে হয়।
  • উল্লেখযোগ্য ধুমকেতুঃ হ্যালির ধুমকেতু (Halley’s Comet)। এটি প্রতি ৭৬ বছরে দেখা যায়। শেষ দেখা গেছে ১৯৮৬ সালের ৮ মার্চ। আবার দেখা যেতে পারে ২০৬২ সালে।
🌏 উল্কা (Meteor) :
  • গ্রহানুপুঞ্জের ভাঙ্গা ছোটো ছোটো অংশ পৃথিবীর মাধ্য়াকর্ষনের মধ্যে এসে পড়লে জোর গতিতে পৃথিবীর দিকে ছুটে আসে, একে উল্কা বলে।
🌏 উল্কাবৃষ্টি (Meteor Shower) :
  • অনেকগুলি উল্কা একসাথে বৃষ্টির আকারে পৃথিবীর দিকে ছুটে এলে, তাদের উল্কাবৃষ্টি বলে।

মহাকাশ সম্পর্কিত বিষয়

🌏 Space Suit : 
  • মহাকাশে যাওয়ার পোশাককে বলা হয় Space Suit.
  • এটির ভিতরে হাওয়া ভর্তি থাকে।
  • এটিকে এমনভাবে তৈরি করা থাকে যাতে মহাকাশের কোনো রশ্মি এর ক্ষতি করতে পারে না।
  • এটি হল সেই মহাকাশযান যাতে করে মহাকাশযাত্রী নিরাপদে পৃথিবীতে ফিরে আস্তে পারে।
  • এটি মানুষের তৈরি কৃত্রিম উপগ্রহ।
  • এটি প্রাকৃতিক উপগ্রহের মতই নিজের কক্ষপথে ঘুরতে থাকে।
  • কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আমরা আবহাওয়ার পূর্বাভাষ, প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা, প্রাকৃতিক সম্পদ, সমুদ্র বিষয়ক তথ্য জানতে পারি। 
🌏 NASA-National Aeronautics and Space Administration :
  • NASA হল আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি মহাকাশ গবেষনা কেন্দ্র।
🌏 ISRO-Indian Space Research Organisation :
  • এটি ভারতের মহাকাশ গবেষনা কেন্দ্র।
  • সাম্প্রতিককালে ২০১৯ সালে ISRO, চাঁদে CHANDRAYAN 2 কৃত্রিম উপগ্রহটি পাঠায়, চাঁদের বিভিন্ন তথ্য জানার জন্য।

মহাকাশযাত্রী

  • ভারতের প্রথম মহাকাশযাত্রী।
  • ১৯৮৪ সালে তিনি মহাকাশে পাড়ি দেন।
🌏 (LAIKA) :
  • রাশিয়ার কুকুর লাইকা মহাকাশের প্রথম যাত্রী।
  • ১৯৫৭ সালে যাত্রা করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top