West Bengal Police Recruitment 2024
পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ 2024 কনস্টেবল চাকরির শূন্যপদ পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিঃ
পুলিশ সংস্থায় প্রয়োজনীয় যোগ্যতা থাকা যোগ্য প্রার্থীদের থেকে অনলাইনে আবেদন আমন্ত্রণ জানানো হচ্ছে। পশ্চিমবঙ্গে 10225 কনস্টেবল পোস্ট পশ্চিমবঙ্গ পুলিশে রয়েছে।
পশ্চিমবঙ্গ পুলিশ চাকরি 2024-এর চাকরির আবেদনগুলি 05 এপ্রিল 2024 অবধি অনলাইনে গ্রহণ করা হবে।
Total Vacancies: 10225
Important Dates – West Bengal Police Recruitment 2024
Application Fee – West Bengal Police Recruitment 2024
ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করা যাবে।
Age Limit – West Bengal Police Recruitment 2024
বয়স: আবেদনকারীর বয়স 18 (আঠার) বছরের কম হবে না এবং 01/01/2024 তারিখ 30 (ত্রিশ) বছর বা তার বেশি হবে না।
Job Location – West Bengal Police Recruitment 2024
পশ্চিমবঙ্গ
Qualification – West Bengal Police Recruitment 2024
আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড বা তার সমমানের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
Vacancy Details – West Bengal Police Recruitment 2024
Pay Scale – West Bengal Police Recruitment 2024
As per existing rules
How to Apply – West Bengal Police Recruitment 2024
অনলাইনে আবেদন করার আগে নীচে সংযুক্ত বিস্তারিত বিজ্ঞপ্তি পিডিএফ পড়ুন। আপনি যদি আগ্রহী হন এবং নিজেকে কনস্টেবলের জন্য যোগ্য বলে মনে করেন তবে নীচে দেওয়া অনলাইন আবেদনের লিঙ্কে ক্লিক করুন। তারপরে, উপযুক্ত বিকল্পটি খুঁজুন এবং ফর্মটি পূরণ করুন। আপনি 07 মার্চ 2024 থেকে 05 এপ্রিল 2024 পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
METHOD OF RECRUITMENT – West Bengal Police Recruitment 2024
পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবলের পদগুলি লিখিত পরীক্ষার (Written Examination) পরে শারীরিক পরিমাপ পরীক্ষা (PMT- Physical Measurement Test), শারীরিক দক্ষতা পরীক্ষা (PET- Physical Efficiency Test) এবং সাক্ষাত্কার (Interview) ভিত্তিতে পূরণ করা হবে। পরীক্ষা প্রক্রিয়াটি পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ড (West Bengal Police Recruitment Board) দ্বারা পরিচালিত হবে।
লিখিত পরীক্ষার (Written Examination) টি হবে নিম্নলিখিতভাবে –
Important Links – West Bengal Police Recruitment 2024
Advt. Details
Apply Online