WEST BENGAL BOARD OF SECONDARY EDUCATION
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
WBBSE
মাধ্যমিক পরীক্ষার সাজেশন
ভূগোল
MADHYAMIK EXAMINATION SUGGESTION 2021
GEOGRAPHY
করোনা পরিস্থিতিতে ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য নতুন সিলেবাস তৈরি করা হয়েছে। বছরের নতুন সিলেবাস অনু্যায়ী ক্লাস X, XI, XII এর সমস্ত বিষয়ের সিলেবাসকে কমানো হয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীরা পড়ার সময় ও খুঁটিয়ে পড়ার সুযোগ পেয়েছে । প্রশ্নের ধরন কী রকম হবে তাও কমিশন প্রকাশ করেছে।
বিভিন্ন বিষয়ের সাথে ভূগোলের সিলেবাসও অনেকটা কমে গিয়েছে। সিলেবাসে রাখা হয়েছে যে chapter গুলো সেগুলি হল-
প্রাকৃতিক ভূগোল
১। বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (Exogenetic Processses and Resultant Landforms )
আঞ্চলিক ভূগোল
২। ভারত (ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ, ভারতের অর্থনৈতিক পরিবেশ, মানচিত্র) (Intoduction, Physical Environment, Economic Environment, Map)
এখানে যেহেতু chapter সংখ্যা কমে গেছে তাই এখান থেকেই খুঁটিয়ে প্রশ্ন আসবে। তাই ভূগোলের এই chapter গুলিকে খুব ভাল করে পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে।
যা যা বিষয় পড়তে গিয়ে মনে রাখতে হবে সেগুলি হল –
- Chapter এর সমস্ত টপিককে খুব ভাল করে পড়তে হবে।
- টপিকের সব Point কে ছবিসহ পড়তে হবে।
- সব বিষয়ের উদাহরণ জানতে হবে।
- ম্যাপ পয়েন্টিং বার বার প্র্যাক্টিস করতে হবে।
নীচে এই দুই chapter এর উল্লেখযোগ্য প্রশ্ন গুলি দেওয়া হল, যেগুলির পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে।
প্রাকৃতিক ভূগোল
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (Exogenetic Processses and Resultant Landforms)
- হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও।
- হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও।
- নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও।
- নদীর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও।
- বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও।
- বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও।
- হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট পাঁচটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও।
- মরুভূমি প্রতিরোধের উপাদানগুলি কী কী ব্যাখ্যা কর ?
আঞ্চলিক ভূগোল
ভারত (ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ, ভারতের অর্থনৈতিক পরিবেশ, মানচিত্র) (Intoduction, Physical Environment, Economic Environment, Map)
- ভারতে চা চাষের অনুকূল পরিবেশ বর্ণনা কর।
- ভারতে ধান চাষের অনুকূল পরিবেশ বর্ণনা কর।
- ভারতে কফি চাষের অনুকূল পরিবেশ বর্ণনা কর।
- ভারতে কার্পাস চাষের অনুকূল পরিবেশ বর্ণনা কর।
- উত্তর থেকে দক্ষিণে হিমালয় পর্বতমালার শ্রেণিবিভাগ করে তাদের বৈশিষ্ট্য লেখো।
- পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো।
- উত্তর-পূর্বের পার্বত্য অঞ্চলের মালভূমির ভূপ্রকতির বিবরণ দাও।
- মধ্য ভারতের উচ্চভূমির ভূপ্রকৃতির বিবরণ দাও।
- দাক্ষিণাত্য মালভূমির ভূপ্রকৃতির বিবরণ দাও।
- পূর্ব উপকূলীয় সমভূমি ও পশ্চিম উপকুলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখো।
- উত্তর ভারতের বিশাল সমভূমির বিবরণ দাও।
- গঙ্গানদীর গতিপথ বর্ণনা করো।
- দক্ষিণ ভারতের পূর্ববাহিনী নদীগলির গতিপথ বর্ণনা করে।
- দামোদর উপত্যকা পরিকল্পনার বিবরণ দাও।
- জলসম্পদ সংরক্ষণের উপায়গুলি লেখো।
- উত্তর ভারতের নদনদী ও দক্ষিণ ভারতের নদনদীর মধ্যে লেখো।
- ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক গুলি কী কী?
- ভারতের জলবায়ুর মুখ্য বৈশিষ্ট্যগুলি কী কী?
- ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব লেখো
- ভারতের কৃষিতে মৌসুমি বৃষ্টিপাতের প্রভাব আলোচনা করো।
- ভারতের কৃষিকাজের ওপর মৃত্তিকার প্রভাব লেখো।
- ভারতে মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি আলোচনা করো।
- ভারতে মৃত্তিকা ক্ষয়ের ফলাফলগুলি আলোচনা করো।
- ভারতে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের জন্য ও সংরক্ষণের জন্য কোন কোন ব্যবস্থা নেওয়া সম্ভব?
- ভারতে অরণ্য সংরক্ষণের উপায়গুলি কি কিআলোচনা করো।
- ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণিবিভাগ করো ও বিবরণ দাও।
- ভারতের স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব লেখো।
- বনভূমি ধ্বংসের কারণগুলি কী কী?