WBBSE Class 6 Geography 2021 Chapter 1 Part 2/3 AKASH BHORA SURJO TARA

 

আকাশ ভরা সূর্য তারা

CLASS VI – CHAPTER 1-PART 2/3-GEOGRAPHY-WBBSE

(WEST BENGAL BOARD OF SECONDARY EDUCATION)
এই অংশটি ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের – দ্বিতীয় অংশ। প্রথম অংশের জন্য দেখতে পারো – ষষ্ঠ শ্রেণী-প্রথম অংশ এই লিংকটিতে।

 এই অংশে জানব, গ্রহ কি ও সৌরজগতের বিভিন্ন গ্রহ (WHAT IS PLANETS AND DIFFERENT SOLAR PLANETS)সম্পর্কে তথ্য।



🌏 গ্রহের বৈশিষ্ঠ্য ( Characteristics of the Planet ) :

  • গ্রহের নিজের কোনো আলো বা উত্তাপ নেই।
  • গ্রহ নক্ষত্রের আলোয় আলোকিত হয়।
  • গ্রহ নক্ষত্রের আকর্ষনে নক্ষত্রের চারিদিকে ঘোরে।
  • গ্রহ নক্ষত্রের আকারের চেয়ে আনেক ছোটো হয়।
🌏 সৌরজগতের গ্রহসমূহ ( Planets of Solar System ) :
আমরা ছোটো বেলায় সংখ্যা পড়তে গিয়ে পড়তাম………. “৯ – এ ‘নবগ্রহ'” অর্থাৎ আমাদের সৌরজগতে নয়টি গ্রহ আছে। কিন্তু বর্তমানে আছে মাত্র আটটি গ্রহ – বুধ ( Mercury ), শুক্র ( Venus ), পৃথিবী ( Earth ), মঙ্গল ( Mars ), বৃহস্পতি ( Jupiter ), শনি ( Saturn ), ইউরেনাস ( Uranus ), নেপচুন ( Neptune )। বাদ গেল কোনটা? … প্লুটো ( Pluto )। 
Pluto : ২০০৬ সালে এই প্লুটো গ্রহকে জ্যোতির্বিজ্ঞানীগন ‘ বামন গ্রহ ‘ ( Dwarf Planet ) হিসেবে ঘোষনা করেন।
কারণ ঃ Pluto তার কক্ষপথে আসা মহাজাগতিক বস্তুকে সরিয়ে দিতে পারেনা। তাই একে ‘ বামন গ্রহ ‘ বলা হয়।
১.🌏 বুধ ( Mercury ) : [ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ ]
  • সূর্য থেকে দূরত্ব – প্রায় ৫.৮ কোটি কিমি.
  • রং – ধূসর
  • আবর্তন – ৫৮ দিন ১৭ ঘন্টা ( দ্রুততম গ্রহ)
  • পরিক্রমন – ৮৮ দিন
  • উষ্ণতা – ৪৩০ ডিগ্রি সেন্টিগ্রেড ( সূর্যের দিকে থাকা অংশে )
  • ব্যাস – ৪৮৪৯.৬ কিমি.
  • ক্ষুদ্রতম গ্রহ
  • উপগ্রহ – নেই
২. 🌏 শুক্র ( Venus ) : [ পৃথিবীর সবথেকে কাছের গ্রহ ]
  • সূর্য থেকে দূরত্ব – প্রায় ১০.৭ কোটি কিমি.
  • আবর্তন – ২৪৩ দিন ( নিজ আবর্তনের আগে পরিক্রমন করে ফেলে)
  • পরিক্রমন – ২২৫ দিন
  • উষ্ণতা – ৪৬৫ ℃
  • সৌরজগতের উষ্ণতম গ্রহ।
  • সৌরজগতের উষ্ণতম গ্রহ হওয়ার কারনঃ অধিক পরিমানে কার্বন-ডাই-অক্সাইড থাকায় উষ্ণতা বেশি। 
  • আকার – পৃথিবীর প্রায় সমান মাপের। 
  • ব্যাস – ১২০৩২ কিমি.
  • এই গ্রহটিকে দেখা যায় – সন্ধ্যায় পশ্চিম আকাশে ‘সন্ধ্যাতারা’ ও ভোরে পূর্ব আকাশে ‘শুকতারা’ হিসেবে।
  • উপগ্রহ – নেই
৩. 🌏 পৃথিবী ( Earth ) : [ সৌরজগতের নীল গ্রহ ]
  • সূর্য থেকে দূরত্ব – প্রায় ১৫ কোটি কিমি.
  • রং – নীল
  • মহাকাশ থেকে নীল বর্ণের দেখায় বলে একে ‘নীল গ্রহ’ বলে।
  • আবর্তন –  ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড
  • পরিক্রমন – ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড
  • গড় উষ্ণতা – ১৫℃
  • সৌরজগতের একমাত্র গ্রহ, যেখানে প্রানের অস্তিত্ব আছে। 
  • উপগ্রহ – ১ টি ( চাঁদ )
৪. 🌏 মঙ্গল ( Mars ) ঃ [ সৌরজগতের লাল গ্রহ ]
  • সূর্য থেকে দূরত্ব – প্রায় ২২.৮ কোটি কিমি.
  • রং – লাল
  • আবর্তন – ২৪ ঘন্টা ৩৭ মিনিট
  • পরিক্রমন – ৬৮৭ দিন
  • উষ্ণতা – প্রায় ১৫℃ ( পৃথিবীর মত )
  • এই গ্রহের মাটিতে প্রচুর পরিমানে ফেরাস অক্সাইড বা লোহা থাকায় মহাকাশ থেকে একে লাল বর্ণের দেখায়। 
  • বিজ্ঞানীদের মতে, এই গ্রহে অতীতে একসময় জল ছিল।
  • বর্তমানে বিজ্ঞানীরা এই গ্রহে প্রানের অস্তিত্বের খোঁজ চালাচ্ছেন।
  • ব্যাস – ৬৭৫৫ কিমি.
  • উপগ্রহ – ২ টি ( ফোবোস ও ডিমোস ) 
৫. 🌏 বৃহস্পতি ( Jupiter ) : [ সৌরজগতের সবচেয়ে বড়ো গ্রহ ]
  • সূর্য থেকে দূরত্ব – প্রায় ৭৭.৮ কোটি কিমি.
  • আবর্তন – ৯ ঘন্টা ৫০ মিনিট
  • পরিক্রমন – ১২ বছর
  • উষ্ণতা – (-১৫০℃)
  • এই গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সবথেকে বেশী। 
  • ব্যাস – ১৪১৯৬৮ কিমি.
  • সৌরজগতের বৃহত্তম গ্রহ
  • উপগ্রহ – ৭৯ টি (এগুলির মধ্যে বৃহত্তম উপগ্রহ – গ্যানিমিড)
  • গ্যানিমিড – সৌরজগতের বৃহত্তম উপগ্রহ
৬. 🌏 শনি ( Saturn ) : [ সৌরজগতের বলয়যুক্ত গ্রহ ]
  • সূর্য থেকে দূরত্ব – প্রায় ১৪২.৭ কোটি কিমি.
  • রং – 
  • আবর্তন – প্রায় ১০ ঘন্টা
  • পরিক্রমন – ২৯ বছর ৬ মাস
  • উষ্ণতা – (-১৮৪℃)
  • এই গ্রহের ৭ টি উজ্জল বলয় আছে।
  • বলইয়গুলি ধুলিকনা, বরফ, পাথরের টুকরো দিয়ে তৈরি। 
  • ব্যাস – ১১৯২৯৬ কিমি.
  • উপগ্রহ – ৮২ টি
  • বৃহত্তম উপগ্রহ – টাইটান
৭. 🌏 ইউরেনাস ( Uranus ) : [ সৌরজগতের শীতলতম গ্রহ ]
  • সূর্য থেকে দূরত্ব – প্রায় ২৮৭ কোটি কিমি.
  • রং – সবুজ
  • আবর্তন – প্রায় ১৭ ঘন্টা
  • পরিক্রমন – ৮৪ বছর
  • উষ্ণতা – (-২১৬℃)
  • ব্যাস – ৫২০৯৬ কিমি.
  • এই গ্রহে মিথেন গ্যাসের পরিমান বেশি থাকায় এই গ্রহকে সবুজ রং এর দেখায়। 
  • উপগ্রহ – ২৭টি
৮. 🌏 নেপচুন ( Neptune ) : [ সৌরজগতের আরেকটি নীল বর্ণের গ্রহ, তবে ‘নীল্গ্রহ’ নয় ]
  • সূর্য থেকে দূরত্ব – প্রায় ৪৪৯.৭ কোটি কিমি.
  • রং – নীল
  • আবর্তন – প্রায় ১৬ ঘন্টা
  • পরিক্রমন – ১৬৫ বছর ( পরিক্রমনকাল সবথেকে বেশি )
  • উষ্ণতা – (-২১৪℃)
  • ব্যাস – ৩০৪০ কিমি.
  • উপগ্রহ – ৮ টি (ট্রিটন – বৃহত্তম )

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top