আকাশ ভরা সূর্য তারা
CLASS VI – CHAPTER 1-GEOGRAPHY-WBBSE
ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ে আমদেরকে জানতে হয় আমাদের মাথার উপরের আকাশ বা মহাশূন্য (Space)সম্পর্কে। সেখানে কি আছে, কীভাবে আছে এইসব। যা আমদের কাছে অতি পরিচিত, শুধু আর একটু ভালো করে জানতে বাকি।
এই অধ্যায়কে জানতে যে পয়েন্ট গুলো অবশ্যই জানতে হয়, সেগুলো নীচে দেওয়া হল, এগুলো জানলেই Chapter 1 এর অনেকটা জানা হয়ে যাবে।
🌏 মহাবিশ্ব ( Universe ) :
- যে মহাশূন্যে সূর্য, চাঁদ, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্রহানুপুঞ্জ, ধুলিকনা, গ্যাস অর্থাৎ কোটি কোটি জ্যোতিষ্ক রয়েছে সেটিকেই বলে মহাবিশ্ব।
- মহাবিশ্বের সবকিছুই চলমান এবং ধীরে ধীরে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে।
- মহাবিশ্বের বিস্তার কতটা তা মানুষের কল্পনার বাইরে।
🌏 নীহারিকা ( Nebula) :
- মহাবিশ্ব তৈরির সময়ে যে অসংখ্য গ্যাস ও ধুলিকনার মহাজাগতিক মেঘ তৈরি হয় তাই হল নীহারিকা।
- মহাবিশ্ব সৃষ্টির প্রায় ১০ লক্ষ বছর পরে গ্যাসীয় পদার্থ জমাট বেঁধে এটি তৈরি হয়।
🌏 ছায়াপথ ( Galaxy ) :
- লক্ষ লক্ষ নক্ষত্রের প্যাচানো ডিম্বাকার রূপকে ছায়াপথ বলে।
- পৃথিবী, সূর্য, চাঁদ ও অন্যান্য গ্রহ আকাশগঙ্গা { Milky way } নামক ছায়াপথে আছে।
🌏 নক্ষত্র ( Star ) :
- রাতের আকাশে মিটমিট করতে থাকা তারারাই হল নক্ষত্র।
- লাল তারা = ছোটো কম উষ্ণতার তারা
- হলুদ তারা = মাঝারি উষ্ণতার তারা
- নীল তারা = বড়ো বেশি উষ্ণতার তারা
- সাদা তারা = সবথেকে বেশি উষ্ণতার তারা
🌏 নক্ষত্রমন্ডল ( Constellation ) :
- একগুচ্ছ তারাকে কাল্পনিক রেখা দিয়ে যোগ করলে বিভিন্ন আকৃতি তৈরি হয়। এই তারাগুচ্ছকেই নক্ষত্রমন্ডল বলে।
- আকাশে কয়েকটি তারামন্ডল দেখা যায়। যেমন –
- সপ্তর্ষিমন্ডল = সাতটি উজ্জল তারা
- ক্যাসিওপিয়া = ‘M’ অক্ষরের মত
- বকমন্ডল = ক্রশ চিহ্নের মত
- কালপুরুষ = সাহসী শিকারির মত
🌏 সৌরজগৎ ( Solar System ) :
- সৌরজগৎ এর সদস্য হল – সূর্য, পৃথিবী সমেত অন্যান্য গ্রহ, উপগ্রহ, গ্রহানুপুঞ্জ, ধুলোর মেঘ, ধুমকেতু ইত্যাদি।
- সৌরজগৎ এর কেন্দ্রে অবস্থান করছে সূর্য।
- প্রায় ৪৬০ কোটি বছর আগে সৃষ্টি হয়েছে।
🌏 সূর্য (The Sun ) :
- সূর্য একটি ‘মাঝারি হলুদ নক্ষত্র’।
- বয়স ১০০০ কোটি বছর ।
- পৃথিবীর চেয়ে সূর্য ১৩ লক্ষ গুন বড়ো ও ৩ লক্ষ গুন ভারী ।
- সূর্যরশ্মির ২০০ কোটি ভাগের ১ ভাগ পৃথিবীতে আসে ।
- সূর্যের বাইরের ও ভিতরের উষ্ণতা যথাক্রমে ৬০০০ ডিগ্রি ও ১.৫ কোটি ডিগ্রি সেন্টিগ্রেড ।
- সূর্যের গায়ে কম উত্তাপ যুক্ত জায়গা গুলি কালো দাগের মত দেখতে লাগে, একে ‘সৌর কলঙ্ক’ বলে।
- সূর্যের বাইরের অংশে ‘সৌরঝড়’ ( Solar Strom ) হয়।
- প্রতি ১১ বছর অন্তর এই ঝড় জোরালো হয়।
- সূর্য ও পৃথিবীর দূরত্ব – প্রায় ১৫ কোটি কিমি.
💢💢💢💢💢💢💢💢💢💢 জানার কথা 💢💢💢💢💢💢💢💢💢💢
🌐 সূর্যের পর পৃথিবীর সব থেকে কাছের নক্ষত্র হল ⟹ প্রক্সিমা সেনটাউরি ( প্রায় ৪১ লক্ষ কোটি কিমি.।
🌐 সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ⟹ ৮ মিনিট ২০ সেকেন্ড।
🌐 ১ আলোকবর্ষ ⟹ আলোর গতিবেগ ১ সেকেন্ডে প্রায় ৩০০০০০ কিমি.। এই গতিবেগে যা দূরত্ব পার করে, তা হল ১ আলোকবর্ষ ( Light Year )।
Good…👍👍