WEST BENGAL MADHYAMIK SYLLABUS 2021(REDUCED)
WBBSE CLASS 10 REDUCED SYLLABUS FOR MADHYAMIK 2021
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা WEST BENGAL MADHYAMIK SYLLABUS 2021 (REDUCED)২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ৩০-৩৫% সিলেবাস কমানোর পদক্ষেপ গ্রহন করেছে। ২৪ শে নভেম্বর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই বিষয় ঘোষনা করেন এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)এর Official site এ প্রকাশ করা হয়।
WEST BENGAL MADHYAMIK SYLLABUS 2021
২০২১ সালের মাধ্যমিক পরীক্ষায় WEST BENGAL MADHYAMIK SYLLABUS 2021 সিলেবাস এ দেওয়া অধ্যায় থেকেই প্রশ্ন আসবে।